উথলিছে চারিধার // বিশ্বনাথ পাল Leave a Comment / তোর ভালবাসা চুড়মার, ভাল বাসা হল না ভবে / July 21, 2019 July 21, 2019 / By sahitya patrika ভাল বাসা হল না ভবে, তোর ভালবাসা চুড়মার দুয়ারে দুয়ারে বেদনা ফুকারে আঁখি খোল এবার, জ্যোৎস্না হীনা যামিনী ফোটে নি কোন কামিনী হাসনুহানা সুবাস ঢালে উথলিছে চারিধার। কোন বেদনার অমরতায় পথ ভুলি বারবার, হৃদয় ফুকারি আলোক উজারি আসি বারবার গহন বন কেন এমন মরণের পথ করে হরণ আধা পথে বাধা পেতে উজলিছে চারিধার। ।