ছোট বেলার সেই স্কুলে
আজি ভুলিনি সেই ক্ষনে ৷
অজ্ঞানে সেই শিক্ষকের ভুলে
হয়ে ছিলাম স্কুল ছুট এক বৎসর কালে৷
শত আপন চেষ্টা হত ব্যর্থ প্রচেষ্টা;
ধোরে বেঁধে স্কুলে দিয়ে এলে
পালিয়ে যেতাম পাঁচিল ডিঙিয়ে৷
শিক্ষক, আত্মীয়, পাড়া প্রতিবেশি
বলে; হবে না লেখা পড়া এ ছেলের!
এক বৎসর যাবৎ ঘটল সেই বিষ্ময়
এলো এক নতুন শিক্ষক
নাম ছিল তার বিনয় ৷
প্রথম থেকে চতুর্থ ক্লাসে
ছিলেন তিনি আমার পাশে ৷
তারই সেই বিনয় স্থলে
হয়েছি আমি ধন্য ছেলে৷