শব্দ দিয়ে তৈরি বোমা
দিলাম ছেড়ে ইথারে;
জব্দ হবে দুর্নীতিবাজ
কামুক,খুনি, ছিঃ তারে।.
.
ঋণ খেলাপি দ্বীন খেলাপি
দেশের জন্য ভয়ঙ্কর,
শক্ত হাতে লাগাম টানুন
নইলে যাবে জয়ঙ্কার।.
.
পাপী, তাপী শঠ, প্রতারক
নিত্যলোভী হারামখোর;
তদবিরবাজ, কাউয়া, দালাল
উপড়ে ফেলুন কলমচোর।.
.
খুঁজে খুঁজে দেশের কাঁটা
তুলুল ধৈর্য সাহসে;
স্বর্গ হবে সোনার বাংলা
এগিয়ে চলুন বাহ্-সে।
.
.
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika