দিনের বেলায় অসহ্য গরম
রাতে লাগে শীত
রোগ-বেরামের ভাই ব্রাদার
দলবেঁধে গায় গীত।
বয়স্ক ও শিশুদের খুব সহজে
হচ্ছে দেখ অসুখ
ফার্মেসি, ডাক্তারখানায় ভীর
মনে নাইরে সুখ।
ঋতু বদলের এ সময়টা কিন্তু
ভাল না, সবে শোন
শিশুকে সাবধানে রাখতে হবে
অবহেলা নয় কোন।।
মানসম্মত পুষ্টিকর খাবারে
হয় যদি গো ভোজ
তবেই তোমার খোকন সোনা
ভাল থাকবে রোজ।