সবুজ শ্যামল দেশে খুব ভালো লাগে সারাদিন বৃষ্টি
যে বৃষ্টিতে আমি ভিজি ধান ভেজে শালিকের ডানা__
ভেজে ভেসে যায় দেহের নরম পশম__বাবুইয়ের ছানা
উঠোনে সামান্য জল জমে, তাতে মরালের সাঁতার
দেখে আমার খুব ভালো লাগে, স্বাধ জাগে দেখি বারবার
এই বৃষ্টির জল বহুবার ভিজিয়েছে__ করেছে শীতল
রাতের আঁধারে চুপে চুমে স্নিগ্ধ করেছে এ জল
কে যেন আমায় বেসে ভালো বৃষ্টি করেছে সৃষ্টি।
সবুজ ঘাসে প’রে ঝরুক সারা বেলা এই বৃষ্টির জল
তার পর ওই ঘাস মাড়াব আমি ভেবে প্রেয়সীর পা’তল
এতটা প্রেম কেন কোন কারণে আবেগী আবেদন
বৃষ্টির রূপালি জল যুবতীর মতো তার নরম বদন
তাই প্রেয়সীর মতো খুব-ই ভালো লাগে এই বৃষ্টির জল
ঝরুক সারা দিন রাত-ই সবুজ বন ধুয়ে এই বৃষ্টির জল।