মহিউদ্দিন বিন্ জুবায়েদ-
এর
একগুচ্ছ ছড়া
•••••••••••••••••••••••••••
আশ্বিনের ছড়া
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
আশ্বিন মাসের শেষের দিকে
নীল আকাশের পানে,
ঝলমলে এক চাঁদ যে হাসে
মন যে কাছে টানে।
হালকা হালকা কুঁয়াশাতে
সন্ধ্যা নামে গ্রামে,
ঝিঝি পোকার ডাক শুনতে
কেউ বা পথে থামে।
বাড়ির পাশে আঙিনাতে
জোয়ান বুড়ো সব,
চাঁদের আলোয় জমে ওঠে
গল্প কিসসা সব।
কৃষ্ণচূড়ার ডালে
———————–
কৃষ্ণচূড়ার ডালে ডালে
ফুল ফুটেছে,
৫২- ‘র রক্ত মাখা
স্মৃতি ভেসেছে।
••
লাল পাপড়ির ফুল নয়তো
রক্ত ঝরা বন্যা,
ছেলে হারা অনেক মায়ের
ডুকরে ওঠা কান্না।
••
এমন দিনে রক্ত ঝরে
পথ হয়েছে লাল,
সেই রক্তই করছে শোভা
কৃষ্ণচূড়ার ডাল।
আমার দেশ
——————
আমার দেশ
বাংলাদেশ,
রূপে যাহার
নেইকো শেষ।
••
বাউলের ঐ একতারাতে
আমার দেশের গান,
নিত্য বাজে সকাল সাজে
রূপসী মাঠের ধান।
••
আমার দেশ ছবির দেশ
সবুজ বনানী,
মাঝি মাল্লার কন্ঠে গান
জোরে দারটানি।
••
আমার দেশ পাখির দেশ
ফিঙে ময়না টিয়ে,
হাজার সুরে মাতিয়ে তোলে
ঋতুর পালা দিয়ে।
••
মায়ায় ঘেরা সুরের বাঁধন
আমার বাংলাদেশ,
রূপের রাণী বিশ্বজুড়ে
নেইকো যাহার শেষ।
প্রার্থনা
————-
যিনি প্রভূ জগৎবাসীর
তারই গুণগান,
পরম করুণাময় তিনি
বড় মেহেরবান।
••
বিচার দিনে তিনিই প্রভূ
তার ইবাদত করি,
তিনি হলেন অসীম দাতা
হাত বাড়িয়ে ধরি।
••
হিদায়াতের সরল পথ
দাও প্রভূ বলে,
হিদায়াত পেয়েছে যারা
এই ধরাতলে।
••
চালিওনা সে পথে কভূ
যে পথ বিপদগামী,
জগৎ এর মহান প্রভূ
হে অন্তর্যামী।
মুহিমনগর,চৈতনখিলা,শেরপুর।