লড়াই করে বীরের মতো শহীদ যদি হই
কফিনে মোর রাখবে দেহ, – স্পষ্ট করে কই।
তিরঙ্গা ওই কেতন নিয়ে জড়িয়ে দেবে গায়ে
পাঠিয়ে দিয়ো আমার দেহ আমার ছোট্ট গাঁয়ে।
বক্ষে আমার দুলবে মেডেল দেখবে গাঁয়ের লোক,
বলবে মা’কে বীরের তরে করছ কেন শোক ?
বাবা এলে বলবে তাকে ভাবনা কেনো আর ,
তোমার খোকা আজকে সারা দেশের অহঙ্কার ।
ভাইকে বোলো ভালোকরে করতে পড়াশোনা,
দিয়েছে তার দাদা তাকেই সাধের বাইকখানা।
বোনটি আমার কাঁদলে পরে মুছিয়ে দিয়ো চোখ,
বলবে দাদা ঘুমায় এখন; – সবার ভালো হোক।
বলবে আমার স্বদেশ মাকে, কাঁদবে নাকো আর, –
“সৈন্য আমি মরার জন্য জন্ম যে আমার।”