একটা পাখি বসে আছে কার্নিশে
ভিতরে দেওয়াল ভাঙার অহঙ্কার
আমি আমার মনের বানান পরালাম
আজ বসে থাক,আজ বসে থাক,
ডানায় শহরের ধুলো,ভারি হয়ে আছে
আজ ওকে ছুটির মানে বোঝালাম
ওতটা অহঙ্কারী নয়,যতটা ভেবেছি
পার্শ্ববর্তিনীর ডাক নামে ওকে ডেকেছি
পাখিটা বসে আছে কার্নিশে , বসে থাক
ওর ডানায় আমার মন খারাপ,
পাশে পরে আছে আমার পুরনো টুথব্রাশ
বর্ষবরণ মানে ফিরে পাওয়া দুকলি রবীন্দ্রনাথ।
তুমি ছেড়ে গেছ চৈত্র শেষে,
তুমি আমার রেখে গেছ নির্জনে
আজ পাখিটা আমায় ফিরিয়ে দিল
জলরং আর একলা থাকার সাহস ।