ঘাস খেতে খেতে, ঘাস খেতে খেতে
এই ঘাসজীবনে কখন জেব্রা হয়ে গেছি
চারিপাশে সার্কাস বসেছে
গ্যালারি ভর্তি হাসাহাসি
আর হাততালির ফোয়ারা
নিজের দিকেই তাকাতে পারছি না ।
ছুটব না হাঁটব ?
সোজা হব না তির্যক দাঁড়াব ?
মাথা উঁচু না মাথা নীচু ?
কী করব বুঝতে পারছি না ।
লাল নীল আলো জ্বলে উঠছে
হাতির বৃংহণ , ঘোড়ার হ্রেষা
আর বাঘের গর্জন আসছে
দু একটা জোকারের উল্লম্ফন
দেখতে দেখতে উদাস হয়ে গেছি ।
কী খেলা দেখাতে হবে আমাকে আজ ?
ভুলে গেছি, ভুলে গেছি, ভুলে গেছি সব !
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika