একটি বার জড়িয়ে ধরে
তুমি কিছুক্ষণের শান্তি দেবে কি আমাকে!
একবার কোনো কথা, কোনো চিন্তা ছাড়া
আমায় সারা শরীরের সাথে আঁকড়ে ধরে
আমার সারা মাথায় তোমার শান্তির হাত রেখে
আমায় দেবে একটা শান্তি! একটা নিস্তব্ধতা!
যেখানে আমার কিছু ভয় নেই
নেই অত সম্পর্ক ভবিষ্যতের চাপ
শুধু থাকবে একটু উত্তাপ
আর তোমার নির্ভরশীল একটা বুক,
যেখানে এই চলতি জীবন থেকে
সরে এসে কিছুক্ষণের মুক্ত হওয়া যায়।
যেখানে তুমি আধার আর আমি
তোমার স্পর্শের যাতনায়।
দেবে কি একটা মুহূর্ত আমারে এমন?
দেবে কি একটা ভরসা তোমার মতোন?