ওষ্ঠ্য থেকে অগভীর নাভি, উরু জঙ্ঘা হয়ে ;
অমৃতকুম্ভের সন্ধান ।
সে এক স্বর্গীয় অনুভূতি
ভুলতে পারে না, অবুঝ মন ।
দরজায় কড়া নাড়া , আধুনিক ফেরিওয়ালা ;
ভ্যাকুয়াম ক্লিনার , মধ্য গগন ।
উষ্ণ পরশ , অনাবিল মুগ্ধতা ;
হাড় হিম , তাও ডেমো দর্শন ।
একা থাকা , শুধুই শূণ্যতা ;
পুষির সাথে খুনসুটি, উপোসী মন ।
লোভের দুনিয়ায়, আরও আরও বেশি চাই ;
শেষ রাতে বিধ্বস্ত সঙ্গীর আগমন ।
আকাশটাও ভাল করে যায় না দেখা
উপলব্ধির হয় সমাপন ।
গুমরে গুমরে , নির্বাক বসবাস ;
অসহায় এক জীবন – দর্শন ।
একমুঠো দমকা বাতাস ,
উড়িয়ে দিয়ে লজ্জা – শরম ।
মুক্তি , সে বন্দী বদ্ধ ঘরে ;
এখন শুধুই স্মৃতি রোমন্থন ।।