সাজগোজ নেই , নির্বিকার একটি মানুষ
আমার ভেতর থেকে বের হয়ে আসে
আর আকাশের দিকে তাকায়
কখন সকাল হয়ে গেছে
ঝিকিমিকি বালিকারা ছুটোছুটি করে
রোদের উষ্ণতা মেখে বাড়ির কানাচে
শীত পড়ে আছে
মানুষটি কচ্ছপের মতো এগোয়
চারিপাশে মানবসমুদ্রের ঢেউ আসে
হাঁকডাক আস্ফালন হইচই
সবাই জাল ফেলছে
এক একটি জালের ফাঁসে মোহ মরীচিকা
নীলাকাশ , দুঃস্বপ্নপুর…
মানুষটি এগোয় —
পতাকা উড়িয়ে দিয়েছে যুগের জাহাজ
আর বাঁশি বাজিয়ে চলে যাচ্ছে দেমাগি চলনে
মানুষটি তবুও এক নিরিবিলি রাস্তা খুঁজে ফেরে