আশা তুমিদিয়েছিলে
কেন ধরেছিলে হাত?
ভালোবাসা মিথ্যা হল
বড় হলো জাতপাত”
.
.
ভালো তুমি থেকো বন্ধু
এই কামনা করি
হয়তো তুমি আসবে ফিরে
আশায় বুক ভরি”
.
.
সকাল দুপুর স্বপ্ন নিয়ে
একাই জেগে রই
ভাঙ্গা মনের আয়নাতে আজ
বন্ধু তুমি কই”
.
.
কেমন আছো বন্ধু তুমি
উত্তর খানি দিও
শারদীয়ার আগমনী সুর এর
শুভেচ্ছা তুমি নিও”
.
.
গভীর রাতে ঘুম ভেঙ্গে যায়
একলা জেগে রই
চোখের জলে বালিশ ভিজে
বন্ধু তুমি কই”
.
.
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika