.
মনের কথা মনেই রাখি
বলব আমি কাকে?
.
ছিলে আপন, পর করলে
তবু ও মনে রাখি তাকে “
.
মনে মনে ভেবে ছিলাম
হাত রাখব হাতে
.
সারা জনম থাকবো পাশে
চলবো সাথে সাথে”
.
স্বপ্ন আমার মিথ্যে হল
ভাঙল মনের আশা
.
গভীর রাতে জেগে দেখি
ভাঙল গড়া বাঁসা “
.
ভোরের কোকিল ডাকছে কু হু
একাই জেগে রই
.
বুকটা আমার হু হু করে
বন্ধু তুমি ক ই”
.
.
.
.
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika