এক অন্য প্রেম // শ্যামল কুমার রায় Leave a Comment / তৃপ্তি শেষ! বোঝে না উজবুক। / September 1, 2019 September 1, 2019 / By sahitya patrika এক প্রেমিকার অন্তর প্রেমিক খোঁজে সুখের ঘর। ভালোবাসা আর যৌনতার- কি ভীষণ আবদার! চেনা সুখ,অন্য মুখ তৃপ্তি শেষ! বোঝে না উজবুক। কি চোখে দ্যাখে,বুঁদ হয়ে থাকে প্রজ্ঞা হারে,পারমিতার লুকে।