.
আনমনে পেরিয়ে যাই কত নির্ঘুম রাত,
.
আমার একলা যাপনে!
.
আকাশের তারারাও কেমন যেন ক্লান্তির ঘুমে, ঝরে পড়ে একে অপরকে জড়িয়ে ধরে!
.
বাঁকা চাঁদ একমনে খোলা আকাশে শব্দের জাল বোনে;খুঁজে ফেরে নতুন কোন বাঁচার উৎস!
.
আমার ঘূণ ধরা চৌকাঠে অমলিন জীর্ণতা, নীরবে ইতিহাস রচে!
.
রাতের তারারা জ্বলে মিটমিট করে জোনাকীর মত –
.
আমাকে ঘেরা দুঃস্বপ্নের রাতে তোর দিশেহারা দৃষ্টি,আজ আর দীগন্ত খোঁজে না!
.
আদরে সোহাগে নতুন সৌরভ,তোর সৌখিন বিছানায় ডানা ঝাপটায়!
.
রাত জাগা অব্যক্ত শব্দরা আমায় বড্ডো জ্বালাতন করে;ভরিয়ে দিতে চায় কবিতার খাতা!
.
ওদের ফিসফিসানীর মাঝে তোকে খুঁজে পাই আঁচলের ভাজে মরীচিকার মতো!
.
বিমর্ষ প্রহরগুলো কেন যেন আজও তোকে
.
ছুঁয়ে বাঁচতে চায় –
.
একফালি চাঁদ ধরা দিতে চায় মেঘেদের আড়াল টেনে,হয়তো বা কিছু পাওয়ার অছিলায়!
.
.