
যখন আমি ধীরে ধীরে
ডুবে যাচ্ছিলাম অতল গভীরে
নেশা ভাঙ করে টাকা উড়াচ্ছি
দিন রাত ফূর্তি করছি
তখন তুমি আমার সাথে সর্বক্ষণ
আমাকে বাজারজাত করার জন্য
গলা ফাটাতে, হয়ে উঠতে বন্য।
আজ কেন তুুমি চুুুপ?
আমার গানের গলায় তখন মুগ্ধ তুমি
আমার চলা, ফেরা, কথা বলা, দুষ্টুমি
সব কিছুই ছিল আভিজাত্যের প্রতীক
আমার সৌন্দর্য তোমার চোখে গ্রীক
এতদিন পরে আমি এখন অচল, গ্রাম্য,
অতি সাধারণ, তোমার প্রসাদে ধন্য।
ভুলে গেছ কি আমার সেই রূপ?