ছেলে আমার মন্দের ভাল
বলছে যে বাপ – মা
নিজের মনে সযতনে
লাটাই ঘোরায় যা!
নিজের বলতে মোবাইল আর–
আছে একটা বাইক
রাজনীতির রণাঙ্গনে
সবাই করে লাইক।
কাজের মধ্যে অষ্টরম্ভা
সদাব্যস্ত ভানে।
ভেঙে চূড়ে একসা করে
রাগ দেখাতে জানে।
দূরন্তপনার নবদিগন্তে
জ্যান্ত ভগীরথ।
তাঁর দেখানো পথে দাদারা
খোঁজে ভবিষ্যৎ।
বসে বসে অঙ্ক কষে
লসের পানে ধায়।
এমন ছেলের দুঃখ দেখে
পরাণ ফেটে যায়।।
তোমরা যারা ভালবেসে
আমার কথা শোনো
এমন ছেলের কাজের অভাব
হবে না তা জেনো।
তাই তো বলি কানে কানে
শোন বা মন দিয়ে–
কোটিপতি হবেই ছেলে
শুধু দিলে বিয়ে।।
কোটি টাকার মালিক যারা
কিন্তু মেয়ে একটাই।
সাতকুলেতে কেউ নেই যার
এমন মেয়ে ই চাই।।
Related Posts
যখন কাঁচের টুকরো ভেঙে
Leave a Comment
/ কবিতা, ছড়া, ফুলে ভরা প্রতিদান / January 14, 2019 January 14, 2019 / By
sahitya patrika
সর্ষে ফুলে প্রজাপতি ওই
Leave a Comment
/ কবিতা, ছড়া, সর্ষে ফুলের হাসি / January 30, 2019 January 30, 2019 / By
sahitya patrika