ভরা গাঙে গভীর জলে
ছিল না তো ঢেউ
হৃদয় মাঝে প্রেম থাকিলেও
আসে নি তো কেউ।
পাথরের এক ছোট্ট কণা
পড়ল অথৈ জলে
উথাল পাথাল ঢেউয়ের মত
আনন্দে মন দোলে।
ভরা নদী থেমে ছিল
এল গতিধারা
ছলাৎ ছলাৎ শব্দে আমি
হলাম পাগল পারা।
টুলটুলে এই প্রেম সাগরে
আসেনি তো কেউ।
পাথর নিয়ে কৃত্রিমতায়
উঠেছিল ঢেউ।
থিতিয়ে গেল পাথর খানি
হারিয়ে কোথায় গেলে
মাটি হলে গলেই যেতে
গাঙের গভীর জলে।
শক্ত নীরস পাথর কণা
রঙটি ছিল মেটে
সবকিছু আজ গেল থেমে
জীবন গেল ঘেঁটে ।
ছন্দ ধারাই নেচে আমি
হলাম টলোমলো
একি ভাবে তাকিয়ে আছি
জীবন এলোমেলো।