শরতের আকাশে সোনা রোদ্দুর
মেঘের ভেলা ভাসে দূর বহুদূর।
আকাশে সাদা মেঘ নীচে কাশ সাদা
জানায় ধরায় মায়ের আগমন বার্তা।
মায়ের আগমনী গান বাজে ঘরে ঘরে
পুজোর গন্ধে মন আনন্দেতে ভরে ।
দোকানে দোকানে ভিড় পুজোর কেনাকাটায়
দোকানি দেখায় সব অতীব ব্যস্ততায়।
শিশু বৃদ্ধ সকলেই খুশীতে মাতে
উৎসবের আমেজে মন নাচে আনন্দেতে।
অথচ এবার নেই ব্যস্ততা কোনো
পুজোর কেনাকাটায় আজ মন নেই কারো।
মহামারী কেড়েছে মনের আনন্দ
ঘর বন্দী মানুষ আজ ,নেই জীবনে ছন্দ ।
প্রার্থনা মাগো, তুমি ধরাধামে এসে
ঘুচাও কষ্ট যত তব মঙ্গল স্পর্শে।