এ কোন ধরণী আমার?
যেখানে দিনে রাতে
মৃত্যুর কারবার।
এ কোন ধরণীতে বাস?
যেখানে বর্ণে ধর্মে
বিভেদের কারাবাস।
এ কোন ধরণী আমার?
যেখানে সত্য বললে চেপে ধরে টুটি
দুবেলা জোটে না আহার।
এ কোন ধরণীতে জন্ম আমার?
যেখানে মাতৃজঠরে
কন্যা ভ্রূণ হত্যা নির্বিকার।
এ কোন ধরণী আমার?
যেখানে অপুষ্ট শিশুর
মৃত্যুর সঙ্গে পাঞ্জা অনির্বার।
এ কোন ধরণী আমার?
যেখানে দুর্বৃত্তের ধর্ষণ
দুহিতাকে আমার।
এ দেখি কোন ধরণী আমার?
যেখানে ভগ্নস্বাস্থ্য মানুষ
শিক্ষা পায় না, লুঠেরার কারবার।
এ কোন ধরণী বরাহ?
যেখানে শ্রেণী বিভক্ত সমাজ
শ্রেণী যুদ্ধ অহরহ।
এ কোন ধরণী এ ধরায়
কোন অন্ধকার গহ্বর আমার?
সে তো ধারণ করে না আমায়
আমি তলিয়ে যাই অতলে তার।
এ ধরণী নয় আমার,
এসো লড়াইয়ে নামি
নতুন সূর্যের উদয় বেলায়,
যদি জিতে আনতে পারি
নতুন ধরণী আমার
যে ধারণ করবে আমায়,
দেখি তার নতুন সাজ
আজের এই সাঁঝ বেলায়
সে যে শ্রেণীহীন সমাজ।