ওই দেখা যায় সোনার আলো
ওই দেখা যায় সবুজ মাঠ,
ওই দেখা যায় মাতিয়ে বেড়ায়
শিশুরা ওই পুকুর ঘাট।
ওই দেখা যায় উড়িয়ে বেড়ায়
শঙ্খচিল নীরবতায়,
ওই দেখা যায় অলির দল
তরুর সাথে মিলন ঘটায়।
ওই দেখা যায় ঘুরে বেড়ায়
বলাকারা ঝাঁকে ঝাঁকে,
ওই দেখা যায় পথটি হারায়
অন্ধকানাই পথের বাঁকে।
ওই দেখা যায় শিশুটি হারায়
খুশির ওগো খেয়ালে,
আঁকছে ছবি সবার কবি
হৃদয়ের ওই দেয়ালে।