দিনটা আজ ক্ষীণকায়
আকাশের নীল হারিয়ে যায়
রাতের জ্যোৎস্নায় ঘোর তমসা
নেমে আসে অকাল বর্ষা
দিনে অন্ধকার ঘনায়
সোনালী দিগন্ত উধাও কোথায়
আজের এই বারবেলায়
আমি থাকি অপেক্ষায়
কখন ভোর হয়
ভৈরোর গান শোনা যায়।
বাংলা সাহিত্য - লেখক - সমালোচক - পাঠক
বাংলা সাহিত্য - লেখক - সমালোচক - পাঠক
দিনটা আজ ক্ষীণকায়
আকাশের নীল হারিয়ে যায়
রাতের জ্যোৎস্নায় ঘোর তমসা
নেমে আসে অকাল বর্ষা
দিনে অন্ধকার ঘনায়
সোনালী দিগন্ত উধাও কোথায়
আজের এই বারবেলায়
আমি থাকি অপেক্ষায়
কখন ভোর হয়
ভৈরোর গান শোনা যায়।