চিরস্থায়ীদের চরণে পা’রেখে
তুমি বলতো স্থায়ী হবে
হবে কোর কমিটির সদস্য
মাথা তুলে বলোতো
পরিযায়ী পাখিদের প্রেমে পড়বে না!
নিজের জাত বিচবে না
ঝড় উঠলেও••••
কারিগর হবে, হবে কুরুক্ষেত্র সামালের সেবক
সেচ্ছায় সোনাও ত্যাগ করবে!
গড়ে যাবে তোমার উত্তরসূরির ভূত ভবিষ্যৎ
ওই পৃথিবীর পা’ছুঁয়ে বলোতো
তুমি তির্যক তীরে ঠেঁকাবে না তরী
ধুঁন্ধে ছুটে যাবে তড়িঘড়ি
ওদের কল্যাণে
তোমার ক্ষতি স্বীকার করেও উদ্ধার করবে মনেপ্রাণে
এ বিছটি বাচাল সমাজ কে
ইঙ্গিত দিয়ে দাও দন্তস যুক্ত যুগলবন্দি এঁকে।