তুমি কত কাছে তবু কত দূরে
কখনও হৃদয়ের অন্তরে
কখনও হৃদয় বাইরে
ওই আকাশ পারে,
বিস্মৃতির অন্তরালে হারাও তুমি।
যখন তোমায় পাই কাছে
একান্ত নিরালায় সংগোপনে তুমি আমি,
কানে কানে কথা বলা
একে অপরকে চিনে নেওয়া
পায়ে পায়ে পথ চলা।
যখন দুয়ার বাইরে হৃদয়ের ওপ্রান্তে
তোমাকে দেখি ওই দিগন্তে
ভেসে বেড়াও মেঘের ডানা মেলে
সাতরঙে রাঙিয়ে নিজেকে,
চিনতে পারি না তোমাকে,
তুমি থাক সুদূরে ভিন জগতে
অমাবস্যার অন্ধকারে,
বাতাসে দূষণ ছড়ায়
আমি খুঁজে ফিরি তোমায়।
যদি পাই তোমাকে
জনতার কোলাহলে
সুখে দুঃখে পাখির কলরবে,
খুলে পরবাস সাতরঙা সাজ
আস যদি নিজ সাজে নিজেকে সাজিয়ে,
ডেকে নেব তোমায় এ হৃদয় মাঝে
তুমি আমি মিলি মিলন সঙ্গীতে।