কথা দিয়ে আসেনি
ভুলিতে তো পারিনি
যার লাগি হলাম কলংকিনী।।
মিষ্টি কথার ফুলঝুরিতে
ভাব লাগাল অন্তরেতে
উদাস করল চঞ্চল হরিণী।।
বাঁকা চোখের চাহনীতে
তীর বিঁধিল বুকেতে
তন্ত্র মন্ত্র জানে বুঝি নাগিনী।।
দেহ পুড়ে হয় আঙ্গারা
কেউ জানে না আমি ছাড়া
দেয়া বিষে বৃখা মোর জীবনী।।
খোজ নিলনা একবার
বানাইয়া পাগল তার
একটু দয়া নাই এতো পাষাণী।।