“কেউ কথা রাখেনি
কেউ কথা রাখে না। “
আমি কি রাখি ?
না , আমিও রাখি না।
কেন কথা রাখো না ?
রাখতে কি চাও না ?
না , রাখতে পারি না
সবসময় উপায় থাকে না।
উপায় করে নিতে হয়
সেটা কি জানো না ?
ইচ্ছে থাকলেই উপায় হয়
সেটা কি মানো না ?
নিজে যদি না রাখি
দেওয়া কথা খানা ,
কথা রাখার বেলা
যদি করি টালবাহানা ;
অপরে কথা রাখে না
তা নিয়ে কেন এত ভাবনা !
কেউ কথা রাখেনি
সুনীল বাবুকে আর বলতে হয় না।
কথা রাখতে গিয়ে আমরা
যখন না দিই বাহানা।
কথা দিই কথা রাখার
দূর করে সকল দুর্ভাবনা।।