বসন্ত শেষে যবে
গ্রীষ্ম আসে দেশে,
বৈশাখেতে জন্মিলে তুমি
নবীন কবির বেশে।
গগনেতে রবি হেরি,
মর্ত্যে তুমি রবি।
গীতছন্দে ভরালে ধরণী
হে বিশ্ববন্দিত কবি।
তীব্র ছটা আকাশ ঘিরে,
ধরণী নিল কোলে,
হাজার প্রদীপ এক নিমেষে
উঠল যেন জ্বলে।
হে কবি,আজও নবীন
মোদের হৃদয় আসনে,
রবীন্দ্র তুমি,কবীন্দ্র তুমি,
শতকমল শোভে তব পদ্মচরণে।