কবিতাগুচ্ছ

কবিতাগুচ্ছ

#তৈমুর_খানের_জন্মদিনে_উৎসর্গিত
#শংকর_ব্রহ্মর_কবিতাগুচ্ছ
#একবিংশ_পর্ব (#রুদ্ধশ্বাস)
—————————————————————-
#নির্বাচিত_একডজন_কবিতা
#শংকর_ব্রহ্ম
—————————————————————-

১).

#রুদ্ধশ্বাস
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••••••••••

ভালবাসার কথা
তোমার কাছে বলার চেয়ে গাছের কাছে বলা ভাল
তোমার কাছে বলার চেয়ে পাখির কাছে বলা ভাল
তোমার কাছে বলার চেয়ে মাছের কাছে বলা ভাল
তোমার কাছে বলা মানে আগুনের কাছে বলা
যা পুড়ে যায়
তোমার কাছে বলা মানে নদীর কাছে বলা
যা ভেসে যায় স্রোতে
তোমার কাছে বলা মানে
না বলা কথারা সব বুকে এসে জড়ো হয়
শ্বাস রুদ্ধ হয়ে আসে।

—————————————————————-

২).

#ফানুস
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••••••••••

তাঁবুর বাইরে বিপদ অনেক
তবু আলো বাতাস দুটোই খেলে
রাত্রি এলে আঁধার নামে চোখের পাতায়
যাত্রীরা সব শান্ত হযে শুতেই চায়
সামনে যেন কোন উৎসব সেই অনুভব

অর্থ-কড়ি জমতে থাকে মাটির ভাঁড়ে
ছড়িয়ে পড়ে সুখের আবেশ ঘরে ঘরে
বাঁধন ছাড়া মানুষগুলি মায়ার বাঁধনে জড়িয়ে পড়ে
বাঁশি বাজায় রাখাল বালক গাছের নীচে
ঘুরতে থাকে দুঃখী মানুষ সুখের পিছে,
ফানুস ওড়ায় তারাই যাদের অর্থ আছে
জমানো টাকা ছাড়াও বহু নিজের কাছে।

—————————————————————-

৩).

#বাসনা
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••••••••••

শুধু কবিতাকে ভালবেসে
দুঃখে সুখে কেঁদে হেসে
যায় যদি চলে যাক দিন
মনে তবু আশা রাখি ক্ষীণ
বন্ধু হয়ে পাশে কেউ তো দাঁড়াবে এসে
বুকে টেনে নেবে ভালবেসে।
বাড়তে বাড়তে এক সময়
সমস্ত বাসনাগুলো জমে জমে পাহাড় হয়ে ওঠে
নদী তার বুক চিড়ে বেরিয়েই সমতলে ছোটে
নদীর বুকে যে এত বাসনা রয়েছে
তার কথা বোঝে কোন নারী?
তার কথা বোঝে গাছপালা
জলের বদলে তাকে ফুল দেয় ফল দেয়
আর দেয় ছায়া
তবু সব কিছু মায়া এই ভেবে
নদীর অতলে নেবে
কোন কোন নারী পবিত্রতা খুঁজে পেতে চায়
এই কথা সত্য কিন্তু চির সত্য নয়।

—————————————————————-

৪).

#স্বপ্নকথা
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••••••••••

ক).

তুমি তো নির্বাক গাছ
তোমার প্রেমের আচ
তুমি আর দিতে পার কাকে?

যতনে ফোটানো ফুল
চেয়ে দেখি বিলকুল
ঝরে যায় সামাজিক পাঁকে।

খ).

বল তুমি বড় বেশি কথা শুধুই অযথা
চিতার আগুন যাকে টানে
সে কি মানে বিপদ আপদ
শ্বাপদ জঙ্গল তার মঙ্গলময় আর
প্রিয় মনে হয়।

তুমি বেশি অযথাই ভাব মনে মনে
আমি যাব যদি ভাবি তোমার সন্ধানে।

গ).

ভাবছি তোমায় ভুলেই যাব
ভুলতে পারি কই?
পারলে সেটা ভালই হতো
পারছি না বলেই
আমি এখন দূরেই থাকি
মনের যতো বাসনা চেপে
স্বপ্নটাকে গোপনে ঢাকি
নীরব হয়ে রই।

—————————————————————-

৫).

#আমার_বন্ধুরা_এবং_আমি
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••••••••••

আমার বন্ধুরা বাড়ি করেছে আমি তা পারিনি
আমার বন্ধুরা গাড়ী করেছে আমি তা পারিনি
আমার বন্ধুরা ব্যাঙ্ক ব্যালেন্স
বাড়িয়েছে পারদের উষ্মতায় আমি তা পারিনি
এ সব ব্যর্থতাগুলো মোটেই অজানা নয় আমার
সব জেনেই বলছি এতে কোন গ্লানি নেই মনে
আমার সাফল্য তাতে চিড় ধরে না এক চুলও।

আমার সফল বন্ধুরা
একটিও কবিতা লিখতে পারেনি কোনদিনও
আর আমার চার চারটা কবিতার বই বেরিয়েছে
যা আমার কাছে একটি বাড়ির চেয়েও বেশি মূল্যবান
একটি গাড়ির চেয়েও বেশি মূল্যবান
যা আমার কাছে ব্যাঙ্ক ব্যালেন্স তুচ্ছ করে দেয়।

বালাই ষাট
তবু আমার বন্ধুরা কেউ মারা গেলে পরে
তাদের বাড়ি গাড়ী এবং ব্যা ঙ্ক ব্যালেন্স প্রভৃতি
স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি তাদের নামে
আর থাকবে না
সবই অন্য নামে হস্তান্তরিত হবে
কিন্তু আমি মারা গেলে পরেও
বইগুলি থেকে আমার নাম মুছে ফেলে
সেখানে অন্য কোন নাম বসানো যাবে না কখনোই
সবই আমার নামে থেকে যাবে চিরকাল
সেটাই তো পরম প্রাপ্তি বলে মনে হয় আমার।

—————————————————————-

৬).

#গ্রীষ্মকাল
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••••••••••

গ্রীষ্মকাল এলেই আমার খুব
কৃষ্ণচূড়া ফুলের কথা মনে পড়ে
আর মনে পড়ে
লাল স্কার্ট পরা সেই কৃষ্ণার কথা
যে আমাকে তৃষ্ণার্ত রেখেছিল
সারা গ্রীষ্মকাল।
আর তৃষ্ণার কথা ভাবলেই
মনেপড়ে যায় জল ভর্তি কালোকুজোর কথা
যাকে আমার মাঝে মাঝে কৃষ্ণা বলে
ভুল হয়ে যায়।

ভালবাসার কথা ভাবলেই
জীবনে আমার গ্রীষ্মকাল এসে যায়।

—————————————————————-

৭).

#আত্ম_প্রবঞ্চনা
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••••••••••

আমি কখনোই
অন্য কারও জীবনের ফাঁক ফোকর দিয়ে
উঁকি মারতে যাই না
আমার ভিতরেই এত ফাঁক ফোকর
অন্য কেউ যদি উঁকি মারে তাতে?

সুখ ও শান্তির ব্যাপারেও
আমি নিরপেক্ষ থেকেছি চিরকাল।
কারণ, দেখেছি আমি
অনেকেই এ ব্যাপারে নিজেরাই
নিজেদের সঙ্গে চোখ ঠারাঠারি করে।

—————————————————————-

৮).

#স্থিরচিত্র
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••••••••••

থোকা থোকা মেঘ ঝুলে আছে আকাশের বুকে
নীচে সমুদ্র অস্থির
মেয়েটি তো বাকরুদ্ধ
ছেলেটিও নির্বাক অধীর
এখন তো দেখারই সময় এমন গোধূলীবেলা
এখন কী কথা বলা যায় !
পরে এই নিয়ে ইনিয়ে বিনিয়ে কথা হবে কত।

স্মৃতিপুঞ্জ জমে জমে যেন
আকাশের বুকে মেঘ হয়ে ভাসে
বুকে তার সমুদ্র অস্থির যেন স্থিরচিত্র কোন।

—————————————————————-

৯).

#কবি_হতে_চাইনি
#শংকর ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••••••••••

[ প্লেটোর ´ আদর্শ সমাজ ` থেকে কবির নির্বাসন প্রসঙ্গে ]

বিশ্বাস করুন হুজুর আমি কবি হতে চাইনি
কবিতা লেখার কোন বাসনাই ছিল না আমার

দায়িত্ব এবং অভাব
দু কাঁধে জোয়ালের মতো চেপে বসে
ছেলেবেলা থেকেই
এ প্রান্ত থেকে সে প্রান্ত অনেক ঘুরিয়ে মেরেছে
ফলে দেখেছি অনেক কিছু
বুঝেছি এত যে কম তার
তাই নিয়ে নিজেকে প্রশ্ন করেছি বারবার
সে সব নিগূঢ় কথা শুনবে কে আর
সে সব কথাই লিখেছি ডাইরীর পাতায়
সে সব কবিতা হল যদি আমার কি দায়?

বিশ্বাস করুন হুজুর আমি কখনোই কবি হতে চাইনি।

—————————————————————-

১০).

#দেশপ্রেম
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••••••••••

নেতাজী নেতাজী করে যত ছাড়ি ডাক
মনের ভিতরে তত দিয়ে ওঠে পাক,
নেতাজীকে সত্যিই ভালবাসি নাকি
সবটাই লোক দেখানো, সবটাই ফাঁকি?

নেতাজী তো দেশের জন্য বাজী রেখে প্রাণ
গেয়েছিল জীবনের যত জয়গান,
সে’জীবন, সেই প্রাণ আজ কি অবস্থায় আছে?
চোখদুটি মেলে শুধু দেখ ধারে কাছে।
নেতাজী নেতাজী করে বুক না ফাটিয়ে
দেশটাকে ভালবাসা দেখি, মনটাকে দিয়ে।

—————————————————————-

১১).

#অভ্যাস_বসত
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••••••••••

কম তো ছিল না বলার মতো কথা
তবু নীরবতা রক্তে ঢুকে গেছে আমাদের
কতটা ক্ষোভ জমা হলে বুকে
বিস্ফোরণ ঘটে যেতে পারে ছিল না তো জানা
তাই অন্ধকারে ফুঁ দিয়ে যাচ্ছি অভ্যাস বসত
আগুন কিছুটা উস্কে রাখার জন্য।

প্রজাতন্ত্র দিবস আজ কথার কথা শুধু
তরুণ প্রজন্ম এতে পায় না কোন মধু

২৬শে জানুয়ারী একটা লাল মার্কা দিন
মদমাংস চুটিয়ে টেনে,স্ফূর্তিতে হয় লীন

নেতা মন্ত্রী থেকে সবাই, বুড়ো হাবড়া,দামড়া
দিনটাকে এলেবেলে করার কারণ আমরা।

—————————————————————-

১২).

#নামগান
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••••••••••

হরে কৃষ্ণ হরে
পন্ডিতের মুখোশ পরে
গাধারা সব মন্ত্রীসভায় ঘোরে
তাই দেখে কেউ মন্দিরে যায়
কেউ বা নামাজ পড়ে
কেউ বা আবার দুঃখ ক্ষোভে
নিজের ভিতর পোড়ে।

হরে কৃষ্ণ হরে
তাই দেখে এক মূর্খ কবি
যাচ্ছে অচিনপুরে
সেখানে সব পন্ডিতেরা
গাধার খোলস ছেড়ে
অনায়াসেই রাস্তা ঘাটে ঘোরে
হরে কৃষ্ণ হরে।

—————————————————————-

শংকর ব্রহ্ম

Leave a Reply