শংকর ব্রহ্ম
শংকর ব্রহ্ম

কবিতাগুচ্ছ

শংকর ব্রহ্মর কবিতাগুচ্ছ
ষট্-বিংশতি পর্ব (#বেঁচে_থাকা)
নির্বাচিত একডজন কবিতা


১).

বেঁচে থাকা
শংকর ব্রহ্ম

রাত দুপুরের কষ্টগুলো পেরিয়ে এলেই বন্ধু পাবে
প্রিয় নারীর সঙ্গে তোমার দিন দুপুরে দেখা হবে
দুঃখ নিয়ে যে সব মানুষ বিবাগী হয়ে ঘুরে বেড়ায়
তারাও তোমার বন্ধু হবে,
হাসতে হাসতে তোমার দিকে হাত বাড়াবে
তুমিই তখন খেলার ছলে প্রেম শেখাবে প্রেমিকাকে,
বারদুয়ারী খালাসীটোলা এ’সব ভাল
তার চেয়েও আরও ভাল
দুঃখে কষ্টে ভাসতে ভাসতে
মনের ভিতর বেঁচে থাকার ইচ্ছেগুলো।

—————————————————————-

২).

#বসন্তের_ডাক
#শংকর_ব্রহ্ম
————————————–

ক).

একটি কোকিল পারে এনে দিতে বসন্ত উৎসব?
জৈবিক তাড়নায় লিপ্ত হলে পড়ে
যদিও সে তার সংসার গড়ে না
কাকের নীড়ে ডিম পারে
যেন এক বাউল শুধু বসন্তের ডাক দিয়ে যায়।

বসন্তের কোকিল বলে যারা উপহাস করে
অথচ ভাবে না তারা বসন্ত আসে আগমনে যার
যখন প্রকৃতি মাতে উৎসবে।

খ).

বসন্ত আসে যায়
মনে কোন দোলা দেয় কোথায়?
দেয় না তো কোন রায়
অথচ জীবনের মেয়াদ ফুরায়।
একদা বসন্ত ছিল
ফুলে ফলে শস্যে
এখন বসন্ত খুঁজি দেহে মাখা ভস্মে।

—————————————————————-

৩).

#অজানা_টান
#শংকর_ব্রহ্ম
———————————————

প্রেম জোয়ারে ভাসব বলে
ওই চোখে চোখ রেখেছি
যে চোখ বহুবার দেখেছি,
রাগ দেখেছি, হাসি দেখেছি।

ঝরা পাতার গান দেখেছি,
আদিমতার বান দেখেছি,
শুকনো ডালে প্রাণ ফেরাতে
ছবির রঙে মেখেছি।

সুখ জোয়ারে ভাসবো বলে
রোদ্দুরে গা সেঁকেছি,
হলুদ ফুলে সবুজ পাতায়
কাটার ঝাড়ে বুক পেতেছি।

অহংকারের মান ভেঙেছি,
অজানা এক টান দেখেছি,
নিত্য অভিমান দেখেছি
তোমার চোখে চোখ রেখেছি।

—————————————————————-

৪).

#পেতে_চাই
#শংকর_ব্রহ্ম
—————————————-

বুদ্ধুরা জানে না, থাকে বুদ্ধিতেই বুদ্ধ
বুদ্ধিতে থাকে প্রেম নিষ্কাম শুদ্ধ।

এতসব মানি না, ঈশ্বর জানি না
জানি তাঁর নাম (গড,আল্লা, ভগবান)
মানে তার এই নয় দেবত্ব জানি না,
মানে তার এই নয় সব কিছু মানি না,
আমি দেবত্ব খুঁজে ফিরি মানুষের মধ্যে,
ঈশ্বর পেতে চাই কবিতায় গদ্যে।

—————————————————————-

৫).

#দুঃখের_স্বাদ
#শংকর_ব্রহ্ম
—————————————-

অস্তিম দুঃখের স্বাদ
কাউকে দেব না আর
একা একা তাড়িয়ে তাড়িয়ে
একান্ত গোপনে
আমি তার স্বাদ নেব মনে,
যেন কোন সুস্বাদু আচার।

যেমন শিশুরা তার প্রিয় খেলনা
চায় না কাউকে দিতে প্রাণ খুলে
আমিও তেমন কাউকে দেব না
এই সুস্বাদু দুঃখের স্বাদ মন খুলে।
তবু যদি কেউ চায়?
অন্য কোন জনে
তবু আমি দেব না,দেব না
তাড়িয়ে তাড়িয়ে তার স্বাদ নেব মনে।

—————————————————————-

৬).

#ভালবাসা_বলতে
#শংকর_ব্রহ্ম
—————————————

কে যে এত ভালবাসা ভরে দিয়ে গেল ,ফুসফুসের ভিতর
হে ঈশ্বর, দম ফেটে যাবার জোগাড়,
আর তার পায়ের নূপুর অকস্মাৎ বেজে ওঠে বুকের ভিতর,
ফুটে থাকে সহস্র গোলাপ,শুধু তারই জন্য।

লোকালয় পার হয়ে গিয়ে দেখেছি
কত অবুঝ নদী কাঁদে, নীরবে নিভৃতে
গায়ে গঞ্জে খুশিতে বেচা-কেনা করেছি সময়,
মাঠে ঘাটে ঘুরে বেড়িয়েছি একা
লোভের সামগ্রী বলতে ছিল কাঁচপোকা, প্রজাপতি
আর ফড়িং, আর কিছু নয়।
ভালবাসা বলতে বুঝতাম টলটলে রোদ্দুরের দিন, শীতের দুপুরে,
আর জোনাকি জ্বলা রাত, গাঢ় অন্ধকারে
এর বেশী কিছু নয়।
আর আজকাল ভালবাসা বলতে
কেন যে শুধু তার কথা মনে পড়ে যায়?
হাওয়ায় হাওয়ায় পারিজাত কিংবা হাস্নুহানা নয়
তার নিজস্ব নিবিড় গন্ধ ভেসে আসে নাকে অকস্মাৎ তার কন্ঠস্বর বেজে ওঠে কানে
এর বুঝি মানে হয় কোন ?

—————————————————————-

৭).

#ইচ্ছে_স্বপ্ন
#শংকর_ব্রহ্ম
—————————————

আমার স্বপ্নগুলোকে
আমি রোদ্দুরে মেলে দিতে চাই,
অথচ বাতাস এসে
সব তা উড়িয়ে নিয়ে যায়।
আমার ইচ্ছেগুলোকে
আমি বাতাসে উড়িয়ে দিতে চাই,
আর সেগুলো রোদে পুড়ে
পোড়ামুখ নিয়ে ফিরে আসে ঘরে।
আমার স্বপ্ন
আমার ইচ্ছে
কোনটাই আর
একান্ত ইচ্ছাধীন থাকে না আমার,
ভিতরে ভিতরে টের পাই সেটা
যেটা আমি
কাউকেই বলতে পারি না।

আমার স্বপ্নের
কোন আর থাকে না হদিস
আমি তার পাই না নাগাল,
অথচ আমি আমার
পোড়া ইচ্ছেগুলোকে
শক্ত মুঠোয় ধরে থাকি অনন্তকাল।

—————————————————————-

৮).

#অভিযোগ
#শংকর_ব্রহ্ম
—————————————

আমরা কেউ
কোন অভিযোগ করতে পারি না
কেন না,
আমরা কেউই এর বাইরে নয়
তবু আমরা বিস্মৃত হই না,
যে আমরা ক্ষুধার্ত।

ঘাস বেড়েওঠে দিন দিন,
জাতীয় উৎপাদন
কেউ আমরা গরু ছাগল নই,
কে বোঝাবে কাকে?
তবু স্মৃতি বেড়ে ওঠে
এবং বাড়ে ইতিহাস।

রাস্তগুলি সবই বন্ধক
চুক্তির ধার বাড়ছে ক্রমশ
অথচ কোন বিপদ সংকেত নেই
যে যেমন খুশি হাসছে।

এখন শূন্যতা শুধু ধু ধু মাঠে,
আমরা
কোন অভিযোগ করতে পারি না
কারণ আমরা সত্তর বছর আগেই
পেয়েছি স্বাধীনতা।

—————————————————————-

৯).

#নীরবে
#শংকর_ব্রহ্ম
————————————————

মানুষের কত কথা থাকে লোকে বলে
তুমি চলে গেলে কোন কথা না বলে,
সে ব্যথা ভুলব আমি কি করে?

সুন্দর সাজানো সোনার সংসার
মুহূর্তের ঝড়ে ভেঙে চুরমার,
এরপরে মন আর টেকে নাকি ঘরে?

জানি তুমি কোনদিনও
ফিরবে না আর
তবু বারবার
সে কথা ভেবেই যেন ভেঙে পড়ে
মন আর টেকে না যে ঘরে।

তখন বাইরে এসে মনে হয় যেন,
তোমাকেই আরও বেশি করে পাই
হৃদয়-গভীরে তুমি নিয়েছো যে ঠাঁই।

—————————————————————-

১০).

#প্রতিচ্ছবি
#শংকর_ব্রহ্ম
—————————————

সারাদিন বৃষ্টি পাত
সারা রাত
তোমার মুখের রেখা
ভিজে যায় জলে।
তবুও অস্পষ্ট কিছু
জেগে থাকে
উদাসীন ভাবে।

ডালিম দানার মত
দাঁতের গোপন ধার
কামড়ে ধরে
বুকের গভীরে।

সারা রাত বৃষ্টিপাত
সারা দিন
তোমার মুখের ক্ষীণ প্রতিচ্ছবি
জেগে থাকে আমার ভিতরে।

—————————————————————-

১১).

#কাব্য_জীবন
#শংকর_ব্রহ্ম
—————————————

সত্যি করে বল দেখি
কার কথা ভেবে তুই এত কষ্ট পাস মনে?
যে তোর জীবন সাথী ছিল একদিন?
নাকি তার কাজ-কর্ম একা করতে হয় বলে,
সেই কষ্ট,তার জন্য কষ্ট ভেবে,কষ্ট পাস মনে?
– সে যে নেই, আমার কি কাজ তবে আর?
– রান্না-বান্না, মাজা-ঘষা,কাচাকাচি, কে করে এখন?
– সেটা কোন কাজ নয় কবির নিকট,বশব্দ নিয়ে খেলি আমি, কবি নামধারী।
– জীবনের কাব্য লেখ, এবার এখন
তবে শব্দ ছেড়ে নয়,
হাতা খুন্তি, বাসন কোসনের শব্দে মুখরিত হয়ে থাক
ধ্বনিত হোক তোর মানব জীবন
কিছুকাল অভিধান দূরে ঠেলে রাখ,
সঙ্গীহীন জীবের মতন একা একা শুধৃ বেঁচে থাক।

—————————————————————-

১২).

#অপেক্ষা
#শংকর_ব্রহ্ম
—————————————

পোষ মানাতে না পারলেই
বুকের আগল ভেঙে ভালবাসা ছুটে যায় দিক বিদিকে
আপোষহীন দুঃখের কাছে
কবিরাই সর্বদা ছুটে আসে সন্ধ্যায় আপোষ করতে।

আর খরস্রোতা নদীর বুকে ঝুঁকে পড়ে
অন্ধকার ঠোঁট রাখে নির্দিধায়,
অহংকারে বুকে তার ঢেউ ওঠে।

মনেপড়ে যৌবনের এক সন্ধিক্ষণে কাউকে বলেছিলাম ভালবাসি
অথচ হৃদয় খুলে তাকে দেখাতে পারিনি ভালবাসা
অকস্মাৎ লোডশেডিংয়ে সারা পাড়া জুড়ে
নেমে এসেছিল অন্ধকার।
সে রমণী অন্ধকারে হারিয়ে গিয়েছিল,
ফিরে আসেনি আর
আমি অপেক্ষায় ছিলাম,আজও আছি অপেক্ষায় তার।


ড.আশুতোষ বিশ্বাস
ড.আশুতোষ বিশ্বাস
Soudamini Shampa
Soudamini Shampa
ড.  তৈমুর খান
ড. তৈমুর খান
অমিতাভ মুখোপাধ্যায়
অমিতাভ মুখোপাধ্যায়
প্রদীপ ভট্টচার্য
প্রদীপ ভট্টচার্য
দৌড়
দৌড়
তৈমুর খান
তৈমুর খান
Taimur Khan
Taimur Khan
writer zone
writer zone
Writer
Writer
Little  Magazine
Little Magazine
Story and Article  2
Story and Article 2
Story and Article
Story and Article
Sahitya Patrika
Sahitya Patrika
Story
Story

শংকর ব্রহ্ম inbound7030226429111879002.png

শংকর ব্রহ্ম

Leave a Reply