#শংকর_ব্রহ্মর_কবিতাগুচ্ছ
#বিংশতিতম_পর্ব (#খুঁজে_বেড়ানো)
—————————————————————-
#নির্বাচিত_একডজন_কবিতা
#শংকর_ব্রহ্ম
—————————————————————-
১).
#খুঁজে_বেড়ানো
#শংকর_ব্রহ্ম
—————————-
আজ আমার জন্মদিন
আমি সারাদিন ছন্নছাড়ার মতো পথে পথে ঘুরব
না তোমাকে খুঁজতে নয় কবিতা
নিজেকে খুঁজতে,
রাজপথ থেকে গলি, গলি থেকে তস্য গলি
তারপর অসহায় দুঃখি মেয়েটির দিকে চোখ পড়তেই
তার কাছে গিয়ে নির্দিধায় বলব,
‘আজ আমার জন্মদিন,আমাকে একটু ভালবাসবে?’
শুনে সে বিস্ময়ে হতবাক হয়ে আমার দিকে তাকাবে,
তারপর
ভয়ে ভয়ে দূরে সরে যাবে আমাকে পাগল ভেবে
আমিও হো হো করে হেসে উঠব পাগলের মতো
তারপর আর নিজেকে নয়
সারা শহর তন্নতন্ন করে খুঁজে বেড়াব একটি পাগলিকে।
#Finding_out
———————–
Today is my birthday
I’ll wander around the streets like a vagrant all day long
Not to search for you the poetry
to find myself
Highway to road, road to street and street to street
Suddenly I saw at the helpless sad girl
I go to her and tell her definitely,
‘Today is my birthday, will you love me a little?’
She look at me in shock.
After that she turn away in fear thinking me crazy
I will also bust out with laugh like crazy
Then no more I will search for myself
I will search the whole city for a crazy woman.
—————————————————————-
২).
#ভালবাসা_বোঝা
#শংকর_ব্রহ্ম
——————————–
ভালবাসা বুঝি না তাতো নয়
যে কোন প্রাণীই বোঝে আর আমি তো মানুষ
থাকি মানসীর খোঁজে
ভালবাসা নিজে বোঝা যায়
কিন্তু অন্যকে তা বলে বোঝানো বড় দায়।
মনের কথা বলব ভেবেই তোমার কাছে গিয়েছিলাম
কন্ঠে আমার সে সব কথা কেমন যেন রুদ্ধ হলো
নীরবতা নিয়েই আমি একলা ঘরে ফিরে এলাম।
যে সব নিবিড় কথা যায় না সহজে বলা মুখে
ধীরে ধীরে জমে উঠে বুকে পাথর হয়ে যায়
হৃদয়কে কুরে কুরে খায়
ভালবাসা অতো কি সহজে বোঝা যায়?
#To_understand_the_love
——————————————-
I don’t understand love is not that
Any animal understands and I am human
I am looking for Mansi
Love is understood by itself
But convincing others to say that is most dificult.
I went to you thinking to speak my mind
All those words were blocked in my voice
I returned home alone with silence.
All those deep things are not easy to say
Gradually accumulates and becomes a stone in the chest
Eats the heart
Is love so easy to understand?
—————————————————————-
৩).
#ঘোর_সন্ধ্যায়
#শংকর_ব্রহ্ম
————————
বালক জানে না খেলা
তাই ঘোর সন্ধ্যাবেলা, থাকে যে কী ঘোরে –
একা পথে ঘোরে সঙ্গী খুঁজে ফেরে।
ঘরে তার মা বোন নেই?
আছে আছে সবই আছ- মা-ও আছে, বোনও আছে
সকলেই ব্যস্ত কাজে যে যেমন তার –
বালকের সঙ্গ দেবে কেউ নেই আর।
বালক জানে না খেলা তাই ঘোর সন্ধ্যাবেলা,
থাকে মোহ ঘোরে –
সঙ্গী খুঁজে ফেরে,পথে একা ঘোরে।
তাই দেখে দূর থেকে – বালিকার বুক শুধু পোড়ে।
কাছে যে যাবার তার নেই কোন অধিকার
সামাজিক নিষেধাজ্ঞা শুধু তাকে ঠেলে রাখে দূরে।
#In_the_dark_evening
————————————–
The boy doesn’t know how to play
So in the dark evening, he stay unmindful
In search of a partner, wanders alone on the road.
His mother and sister are not at home?
Everything is there – mother is there, sister is there too
Everyone is busy with work as his –
There is no one to accompany the boy.
The boy doesn’t know how to play, so in the deep evening,
He stay in the illusion –
In search of a partner, wanders alone on the road.
Seeing that from a distance – the girl’s chest just burns.
He has no right to approach
Social distance only push him away.
—————————————————————-
৪).
#কল্পনায়
#শংকর_ব্রহ্ম
——————–
শীতের দিনে বন্ধু বিনে দিন কাটে না আর,
কাছে এসে বসার সময় হবে কি আর তার?
শীতের দিনে কখন তুমি আসবে কাছে বল,
কাছে এলে বলব তোমায় মাঠের রোদে চলো
একটুখানি বসবে পাশে শিশিরমাখা নরম ঘাসে
রোদও তখন বলবে হেসে,’ভাল করেছিস’ এই ঠান্ডায় আমার কাছে এসে।
বুকের মধ্যে উষ্ণ ওমে,শীতের কামড় যাবে কমে।
এ’সব মোটেই সত্যি তো নয়,সবই আমার কল্পনায়
শীতের কষ্ট দূর করতে,এ’সব ভাবতে হয় আমায়।
#Imagine_winter
—————————-
Without a friend in the winter, the day is no longer spent
Will he have time to come and sit by me?
Tell me when a friend will come to me in the winter,
When you come near, I will tell you to walk in the sun of the field
Sit a little on the dewy soft grass next to it
The sun will also say with a smile – “Well done, at the end
Come to me to warm up in this cold”
You too will be probably reach the land of Amaranth.
Inside the bosom then the warmth heat of the winter sun,
Gradually the bite of winter will be reduced.
All this is not true at all, everything is in my imagination
To alleviate the hardships of winter, I have to think about all this.
—————————————————————-
৫).
#কবি
#শংকর_বহ্ম
————————
ছোট কবি বড় কবি মেজ কবি ওরা
কবিদের মধ্যেও ভাগ করে কারা?
যাদের স্বার্থ থাকে তারা ভাগ করে
বড় কবি গড়ে ওরা ব্যবসাটা সারে।
এতদিন শক্তিকে বড় কবি বলে
ব্যবসাটা গিয়েছিল মোটামুটি চলে
শক্তির বয়স হয় শক্তিও কমে
বড় কবি খুঁজতেই ঘাড়ে মেদ জমে।
এতদিনে পাওয়া গেল জয় গোস্বামী
মোহে পড়ে জয়ও ভাবে মহাকবি আমি
জয়ের পরে আসবে হয়তো শ্রীজাত
আমাদের কাছে নয় তাও অভাবিত।
#The_poet
———————
They are small table poets, major poets, medium poets,
Who divides among the poets?
Those who have interests they divided
They profit in the business by making big poets.
So long promotes Shakti is a great poet
The business went well ran
As energy ages, energy also decreases of Sakti
Fat accumulates on the neck while looking for a great poet.
Jai Goswami has been found as so far
Jai thinks also ‘I am a great poet’ falls in illution
Maybe Srijato will come after Jai
It is not most necessary for us.
—————————————————————-
৬).
#মনে_পড়ে
#শংকর_ব্রহ্ম
——————————
সন্ধ্যা দুপুর তোমার কথা যখন পড়ে মনে
বুকের ভিতর বাজায় নূপুর জানি না কোন জনে
বহু দিনের সঙ্গী আমার ওরে
দিন কেটেছে কত হেলাফেলা করে
কেটে গেছে স্বপ্নে দুপুর কত
মনের কোনে জমা যে-সব ক্ষত
বাজে যে আজ মলিন সুরে
কাছে দূরে
ইচ্ছেরা সব গেছে মরে মনের কানা গলি ঘুরে
সেদিন ছিল মেঘলা দুপুর তোমার মনে পড়ে?
#Do_you_remember
———————————–
When I remember your words in the evening and afternoon
I don’t know who play nupur inside my bosom
Who is my companion for many days
How much the day has passed
How many afternoons have passed in the dream
All the wounds that accumulate in the corner of my mind
Today that is playing in a sadly tone
Near and far away
All desire are now dead after the alley of the mind turns
Do you remember the cloudy afternoon of that day?
—————————————————————-
৭).
#কি_হবে_উপায়
#শংকর_ব্রহ্ম
—————————-
কবিতা কবিতা করে প্রাণ যদি যায়
বল না কবিতা সখি কি দেবে আমায়?
হয় তো দেবে না কিছু,
তবু যদি ছাড়ি তার পিছু যাব যে কোথায়?
আর কবিতা আমাকে যদি ছেড়ে যেতে যায়,
বল, তবে কি যে হবে আমার উপায়?
#What_would_be_my_condition
—————————————————-
If the life of me goes for poetry
Please tell me what the poetry will give me?
If the poetry don’t pay,
But where to leave her?
And if poetry leaves me,
Tell me, what would be my condition?
—————————————————————-
৮).
#শিল্পী
#শংকর_ব্রহ্ম
—————————
মালি তুমি,গাছে তো ফোটাতে পার ফুল
পাথরে ফোটাও দেখি?
আমরা যারা করি লেখালেখি,আমাদের দশা একই
মাটি কিছু জড়ো করি বীজ বুনি
গাছ চাড়া হলে সার জল দিই
তারপর একদিন গাছ হয়ে ফুল ফোটে তাতে।
কিন্তু পাথরে ফোটাতে ফুল শিল্পকর্ম লাগে
কুঁদে কুঁদে পাথরের বুকে প্রাণের সঞ্চার করা
মোটেই সহজ কাজ নয়,তাতে খুব দম লাগে আর লাগে নিজেকে নিংড়ে দিয়ে
তিলে তিলে করে ফেলা ক্ষয়।
গাছে তো ফোটাতে পার ফুল
কিন্তু পাথরে ফোটাও দেখি?
তবে বুঝি কারিগর শিল্পি তুমি এক।
#The_artist
————————
You gardener, you can make flowers bloom on the tree,
Can you blooming it on the rocks?
Those of us who do writing, our condition is the same
We gather some soil and sow seeds
When the tree is planted,
We give fertilizer and water
Then one day it being a tree and blossom flower.
But it takes a work of art to flower on a rock
To creat life into the heart of the stone
It is not an easy task at all, it takes a lot of breath and it takes a lot of effort
Erosion oneself bit by bit.
You can bloom flowers on the tree
But bloom this on the rocks?
Then I can understand you are one of the artisans.
—————————————————————-
৯).
#আনন্দে_হৃদয়
#শংকর_ব্রহ্ম
—————————-
কবিতা কবিতা করে কেটে যায় বেলা
ঠিক সন্ধ্যাবেলা
কবিতা নিকটে আসে শেষে,
আমি তাকে ভালবেসে
হৃদয়ে বসাতে চাই হেসে
সেও দেখি মৃদু হেসে
আমার হৃদয়ে এসে বসে।
হৃদয় তখন আনন্দে আকুল হয়ে ওঠে
নদীর উচ্ছাসে নির্বিচারে
এদিকে সেদিকে যায় ছুটে।
#Heart_at_joy
————————–
Time passes on thinking about the poetry
Exactly at the end of the evening the poetry comes,
I love her madly
I want to put her in my heart with a smile
She also saw me smiling softly
Come and sit in my heart.
The heart then became anxious with joy
As the river overflows indiscriminately
Meanwhile, the heart runs in that direction.
—————————————————————-
১০).
#ভালবাসা
#শংকর_ব্রহ্ম
————————–
ভালবাসা শেখা যায় না ভালবাসতে বুঝতে হয়,
মরার মতো বাঁচা যায় না বাঁচার মতো বাঁচতে হয়।
যারা বোঝে তারা জানে ভালবাসার কী যে মানে,
যারা সেটা বোঝে না মানে তারা খোঁজে না।
ভালবাসা বুকে কারও বাসা বেধে রয় না,
ভালবাসা থাকে যার মন তার ক্ষয় না।
মানে বুঝে ভালবাসা কখনই হয় না,
ভালবাসা কারও কারও একদম সয় না।
#The_love
——————-
Love can’t be learned, love must have be feel,
You can’t live as die, you have to live like you live.
Those who understand love they know what is love means,
Those who do not understand it do not seek it.
Love does not stay in anyone’s bosom,
There is love whose mind does not decay.
After understand the meaning love never happens,
Love is not for some of all people.
—————————————————————-
১১).
#পান্ডুলিপি
#শংকর_ব্রহ্ম
—————————–
একটি কবিতা লেখার পর
শুধু অলঙ্কারগুলি সব খুলে নাও তার
তুলে নাও রূপময় বিভা যাতে তার সৌন্দর্য বেড়েছে।
ঘরোয়া পোষাকে চোখ তুলে দেখ তাকে
যদি তাতে রমণীয় লাগে
তবে সকলের কাছে তাকে ডেকে এনে
নীরবে বসাও সবুজ গালিচা পাতা ঘাসে।
নতুবা আড়ালে থাক চিরকাল
কবিতার পান্ডুলিপি হয়ে।
#The_manuscript
——————————-
After writing a poem
Just take off all of her ornaments
Pick up beautiful glitter which her beauty is enhancing.
Look up her at domestic dress
If she looks beautiful
Then call near to show her everyone
Make her sit quietly on the green carpet on leaf grass.
Otherwise she may stay hidden forever
As the manuscript of the poetry.
—————————————————————-
১২).
#শীতের_আক্ষেপ
#শংকর_ব্রহ্ম
——————————
এক).
নতুন বছর ভাল কাটুক সবাই মনে চায়
কারও বা খুব ভাল কাটে
কারও বা কাটে দুঃখে সুখে
কেউ বা আবার ভুগে অসুখে
সারা বছর জুড়ে মেটায় কত দায়
আবার নানান জ্বালায়, জ্বলে পুড়ে মরে,
নতুন বছর ভাল কাটুক সবাই আশা করে।
দুই).
আলো চাইলে অন্ধকারকে মানতে হবে
ভাল চাইলে মন্দকে জানতে হবে
সুখ চাইলে দুঃখকেও সইতে হবে,
আনন্দ থাকলে কষ্টকেও বইতে হবে,
তুমি থাকলে আমাকেও, রইতে হবে,
না হলে সব অর্থহীন মনে হবে।
তিন).
কেন আসি কেন যাই?
উত্তর জানা নাই,
গাছ তবু জন্মায়, কিছু ফুল ফল দেয়
আমরা কি দিতে পারি তাই?
#Regret_of_winter
——————————
one).
Everyone wishes to have a good new year
Some live in very welly
Someone spends happily or sad
Someone else suffers from illness
How much liability they bear throughout the year
In many dificulties burns again again,
Everyone hope has a good new year.
two).
If you want light, you have to accept darkness
If you want good, you must know evil
If you want happiness, you have to endure sorrow.
If there is joy, there must also be pain.
If you stay, I must stay too.
Otherwise it will seem valueless.
three).
Why do we come and go?
I don’t know the answer
Trees still grow, some flowers bear fruits
So what can we give to the world?
—————————————————————-
শংকর ব্রহ্ম