.
সময়ের ডানা মেলে কোন সে সন্ধ্যায়
পৌঁছে যাই জীবনের সায়ান্বে
সে কোন দিগন্তে
অন্ত মেলে এসে অনন্তে
তরী ভেসে চলে যায়
জীবন নদীর নৌকো উজানে দাঁড় বায়
সৃষ্টি কথা বলে কানে কানে
বলে এসে ফিরে দেখ এ বিদায় বেলায়
কি সম্পদ ফেলে গেছ জীবনের বাসর শয্যায়
রাগ অনুরাগ হাসি ঠাট্টা আনন্দ নিরানন্দ
সুখ দুঃখের আলিঙ্গনে
গেয়ে ফেরে কবিতার ছন্দে l
.
.
.
.