কবিতা : চিন্তাধারা
সত্যেন মন্ডল
আমি ঠিক আমার মতো চলতে পছন্দ করি
অনুকরণ অনুসরণ না পসন্দ
তোমরা ভাবো আমরা যেমন ভাবি যেমন বলি
সেটাই তো ঠিক
ওটা তোমাদের ধারণা
তোমাদের জন্য অনুকম্পা হয়
চিন্তা চেতনা বন্ধক দিয়ে ভাঙা নৌকায় ভাসো
যে নৌকা প্রবল জোয়ারে ভাসবে না ডুববে
তুমি বা তোমরা নিজেরাই জাননা —–
জানি,একথা শুনে আমার প্রতি তোমাদের
রাগ ঘৃণা প্রকাশ পাচ্ছে, কেউ কেউ মনে মনে খিস্তি দিচ্ছ
তবু ,আমার ভয় নেই নিজের পানসিতে ভাসি
হঠাৎ করে কুঁয়োর ব্যাঙের গল্প মনে পড়ে
সান্ত্বনা পাই ।
সারারাত জেগে তাঁতবোনা তাঁতির কথা মনে পড়ে
স্বপ্ন দিয়ে বোনা নতুন শাড়ির কথা মনে পড়ে
প্রেরণা পাই।
তুমি তোমার মেকি চিন্তা থেকে যদি না সরো
আমি সরবো কেন ?
তোমার বাহুবল আছে বলে ?
তুমি ক্ষমতাশালী বলে ?
তুমি আমি কেউ মহামানব নই !
তুমি আমাকে অপমান করলে, অস্বীকার করলে
আমি তোমাকে অপমান করবো, অস্বীকার করবো
পৃথিবীতে যত দ্বন্দ্ব যত বিবাদ যত সংঘাত
তোমার আমার আমাদের তোমাদের জন্য !
বোধহয় এ যুদ্ধের শেষ হবে না
আদিতে শুরু অনাদি কালেও চলবে ।
_________________
Satyen Mondal