ডাকছে আমায় শরৎ এবার
ডাকছে কাশের বন,
ডাকছে আমায় ঢাকের আওয়াজ
মাতছে আমার মন ।
ডাকছে আমায় বলাকারা
উড়ছে সারাক্ষন,
ডাকছে আমায় শিশুরা ওই
ফুটছে খুশির সং।
ডাকছে আমায় হারিয়ে যাওয়া
সাদা মেঘের ভেলা,
ডাকছে আমায় শান্ত বাতাস
বইছে সারাবেলা।
ডাকছে আমায় হিমের সকাল
শিউলি ফুলের বন,
শরৎ তুমি মাতাও এবার
খুশিতে সবার মন।