কবিতা

কবিতা
প্রকৃতি প্রেম সিঁড়ি
সাহেব মান্না

একটা সিঁড়ি একটা প্রেম
দুয়ের মাঝে একটা জগৎ।
না পাওয়া প্রেম হতাশ হয়ে
ক্লান্ত মনের সিঁড়ি বেয়ে ,
চলে যায় যখন বহুদূরে!!
আমিও তখন ক্লান্ত মনে
প্রেম বয়েছি সমুদ্রতটে ।
ধূসর মরুর দৈত্য গ্রাসে
প্রেমের পরশ বলি গেছে।
তবুও সিঁড়ি ভাবতে শেখায়
মানব জনম ধন্য করে।
চলো না আজ প্রেম-সিঁড়ির
গোলক ধাঁধায় ঘুরে আসি।

সাহেব মান্না

Leave a Reply