কবিতা
আদরের ম্যাও পুসি
সাহেব মান্না
ম্যাও পুসি ওরে ম্যাও পুসি
যাস না কোথাও আর,
আমার বাড়ি আয় ।
কি সুন্দর বিস্কুট! !
কত বড়ো মাছ!!
বাটি ভরা দুধ!!
থালা ভরা ভাত!!
সাজিয়ে যে রেখেছি
তুই শুধু আয় ।
সকাল-সকাল রান্না সেরে
আর কতক্ষন থাকি তোর তরে ?
এবার তো আয় ।
ম্যাও পুসি, ওরে ম্যাও পুসি
যাসনা কোথাও আর।
পাশের বাড়ি গেলি
একটিও কি ইঁদুর ধরলি ?
থাক,ধরতে হবে না আর,
এবার তো ফিরে আয় ।
ম্যাও পুসি ,ওরে ম্যাও পুসি
ছোট্ট বড়ো গাছে চড়িস !!
এদের-ওদের প্রাচীর চড়ে ,
কেন চলে যাস ?
পায়রার বাচ্চাটাকে এবার কর বিশ্বাস ।
তোর সাথে বন্ধু হতে
ছোট্ট খোকার মন চায়।
এতো কেন কান্না করিস ?
শুধু আমার বাড়ি আয়।
সকাল- সকাল রান্না করে,
এখন দুপুরটাও চলে যায়।
ম্যাও পুসি ,ওরে ম্যাও পুসি এবার-
দৌড়ে চলে আয়,
খোকনটা যে পারছে না আর,
তোর অপেক্ষায় ।
সাহেব মান্না