.
নিরিবিলি একটা ফাঁকা আকাশের নিচে
দুইটি হাত রেখে আমার হাতে
নিজের জীবনের সব বেখেয়ালিপনা দিয়ে দিস
আমি ওটাই চাই যা অন্যকে দেওয়ার আগে
তুই বারে বারে লোকের কথা ভাবিস।
আমি চায় তোর উল্টোপাল্টা ইচ্ছে
আমি চায় তুই বলবি আমায়
মাঝ রাতে দূরে নিয়ে যেতে ঘুরতে।
আমি চায় তোর উদাস মনের বাউল হতে
হঠাৎ করে কাজের ফাঁকে
ভালোবাসার গান শোনাতে।
আমি চায় একটা তোর বিশৃঙ্খলা
যেটাই হাত চুবিয়ে কাটিয়ে
দেবো আমি মেঘবেলা।
তোকে জড়িয়ে ধরে খামখেয়ালিপনা
তোর চোখের পাতা নিয়ে ইচ্ছে পূরণের বায়না
তোর আঙুল গুলো দিয়ে ছোটবেলার খেলা
তোর নাক টা আলতো করে গুলুগুলু করা
আমি এগুলো নিয়েই শুরু থেকে শেষ করবো বেলা।
তুই শুধু থাক আমায় প্রাণের কাছে রাখ
সন্ধ্যা তারা আমি চাইনা হতে
দূরে কেনো তোর সাথে থেকেই
মিটমিট করবো শুধু তোর বুকে।