কবিতা

কবিতা
প্রেমের ছোঁয়ায়
-সাহেব মান্না

আমি প্রেম
আমার শক্তি অনেক।
তোমাকে ভালোবাসা দিয়ে
বন্ধন করে আটকে দিতে পারি।

আমি প্রেম
সব কিছুর ঊর্ধ্বে ভাবি।
তোমার চাওয়া পাওয়া হয়তো
আমার সাথে খাপ খায় না,
তবুও আমি মানিয়ে নিতে পারি।

আমি প্রেম
জাত-পাত ভুলে ,
মানুষের পাশে থেকে,
মানব দরদি মন তৈরী করি।

আমিই সেই প্রেম
মৃত্যুর হাত থেকে জীবণ বাঁচাতে,
নিজেকেই সর্ব সম্মুখে তুলে ধরি।

আমিই সেই প্রেম
আমার অভাবের কারণে
হিংসা ,অসত্য,নিষ্ঠুরতা,লোভে
সর্ব স্থান ভরে যায় ।

আমি সেই প্রেম
যার সান্নিধ্যে তুমি ও তোমরা মোহোতে পড়েছো,
যাকে দেবালয়ে পূজো তো করেছো।

আমি সেই প্রেম
যা সৃষ্টির উল্লাসে নতুনত্বের ছোঁয়া পেতে
জীর্ণ বিবর্ণ প্রাণ-উদ্যানে বাহারতা আনতে পারি।

আমি সেই প্রেম
যার জন্য তুমি ও আমি
আমরা সবাই সুস্থ্য-সবল।

এখন তুমিই বলো প্রেম..
আমি তো বদলে গেছি
শুধু তোমারই ছোঁয়ায় ।

সাহেব মান্না

Leave a Reply