কবিতা

কবিতা
প্রেমের কবিতায়
সাহেব মান্না

আজ প্রেমের কল্পনায়
স্বপ্নের ধরা ছোঁয়ায়
লেখা হোক কবিতা ।

প্রেমহীন যে ফুল
ফুটিতে ভয় পায় ।
প্রেমের কবিতায়
ফুটুক স্বপ্নের ফুল
প্রেম জাগানো বাগানটায় ।

প্রেমহীন যে পাখিরদল
ফিরে যায় নিজের বাসায় ।
প্রেমের কবিতায় সেই পাখিরদল
প্রেম ফিরে পাক।

প্রেমহীন যে পাহাড়
বিষাদ বদনে দীর্ঘ যুগ ঠাঁয় ।
প্রেমের কবিতায় সে পাহাড়
প্রেম ফিরে পাক।

প্রেমহীন যে নদী মনমরা স্রেতে
বয়ে আনে জল।
প্রেমের কবিতায় সে নদী
আনন্দে ভরুক মন।

প্রেমহীন যে পথিক
ভুল করে চেনা জানা পথ।
প্রেমের কবিতায় সে পথিক
সত্য প্রেমের পথ পাক।

সাহেব মান্না

Leave a Reply