কবিতা
সে ফিরবে কবে ?
-সাহেব মান্না
জানি না সে ফিরবে কবে ?
একরাশ ব্যথা নিয়ে অভিমানে চলে গেছে ।
আজ থেকে চল্লিশ বছর আগে ।
পৃথিবীর যত ক্লান্তি এসেছিল তার কাছে
মায়াবী ছলনায় ধরেছিল আষ্টেপিষ্টে,
কিঞ্চিত সুখও পাইনি সে।
কথা ছিল একসাথে থাকবে সারাটা জীবন
দুঃখকে করবে জয় আমরণ,
হাসিকান্নাতে ভরবে জীবন।
কিন্তু সে আজ কোথায় ?
আমি তো দীর্ঘ চল্লিশের যন্ত্রণায়
জ্বলে পুড়ে ছাই হয়েও তার আসার অপেক্ষায় ।
সে কেন পরাজিত হলো ?
এত সহজে প্রকৃতির কাছে হার মেনে নিলো !!
আমি তার পরাজয় বিশ্বাস করি না ।
সে কেনো অপেক্ষা করল না ?
নতুন সূর্যের নতুন প্রভাতের তরে ।
অন্ধকার তো চিরকাল থাকে না !!
সাহেব মান্না