You are currently viewing কবিতা

কবিতা

প্রিয়জন কে আপন
— বাহাউদ্দিন সেখ

প্রিয়জন, কে বলতো শুনি?
কে আপন! শুধু সময় গুনি।
কাছে যাওয়ার আবাস,
খুঁজে যায় অপরে বিশ্বাস।
দিন কত রাত,
কত’জনে ধরি হাত।
ভাবি! প্রিয়জন,কে আপন?
সবই দেখি, মায়া ভরা আলাপন।
কে যেন ভালোবাসে!
খুঁজে হৃদয় অনায়াসে।
কে যেন কার প্রিয়,
ভালোবাসা মানে “দুঃখ” নিও!

1678763390355.jpg

বাহাউদ্দিন সেখ

Leave a Reply