কবিতা
গন্ধহীন শুকনো ফুল
-সাহেব মান্না
যে ফুলের মায়ায়
যে ফুলের গন্ধে ,
মাতোয়ারা হই,
সেই ফুল আজ
শুকনো কেন?
জানি সূর্যের তেজে
তার জীবন শুরু ।
মৃদু -মন্দ বাতাসে
শ্বাস-প্রশ্বাস খেলা করে,
সীমাহীন ফাঁকা প্রান্তরে ।
মিষ্টি সুবাসে বয়ে যায়
ভালোবাসার স্নেহ,
রূপে ছড়ায় হৃদয়
জুড়ানো শান্তির সুখ।
দুঃখ ভুলতে
অপলক তাকিয়ে
মুগ্ধ হই প্রতিটিবার,
সে ফুল আজ শুকনো ।
জানি না কেন?
তার শুকনো দশা
এনে দিল এই চন্দ্র, সূর্য !!
আজ কেন আর পাই না
তার সুশোভিত গন্ধ ?
সীমাহীন ফাঁকা প্রান্তরে
খুঁজে যাই বেলা শেষে।
যদি কুসুমিত নব যৌবন
ফিরে পাই একটিবার ।
দেখি গন্ধহীন শুকনো ফুল
ঝরে পড়ে অগোছালো
দ্বিধাহীন বারেবারে,
মাতৃস্নেহ ভরা পৃথিবী পৃষ্ঠে।
সাহেব মান্না