You are currently viewing কবিতা

কবিতা

১৭-০৩-২০২৩
কুমিল্লা,বাংলাদেশ।
প্রদীপ ভট্টাচার্য,
কবিতা-#তৈলচত্র_রহস‍্য_#

প্রতিটা তৈলচিত্র এক একটি
নাগরিক বুক।
লালচে হলুদ মিশেল রহস‍্যময় টুপি
আড়াল করার মস্তক।
রোজকার বরষনে সে অদৃশ‍্য তবু
জলের ঝাঁপি
চুঁয়ে পড়ে টপ্ টপ্।

প্রতিটা সাদা পৃষ্ঠা এক একটি
বুক ক‍্যানভাস
মৌসুমী ফুলের নির্যাস।
নক্সি কাঁথা রচনা করে অরণ‍্যে বরণ‍্যে
এখনো একটি মূক চরিত্র যেন,
খোলা আকাশ হতে চায়না
লেনা-দেনার গড়মিলে গড়ে সম্পর্ক।

ষড়ঋতুর কলাকৌশলে মেঘেরা নিতান্ত
গতি বদলায় নদীতে
জাহাজের মাস্তুল দিক ভ্রান্ত।
বোধের চঁন্দ্রবিন্দু যুক্তির কাঠগড়ায় বাড়ন্ত
সংলাপে আঁকে আসন প্রতিমার মত
অনন্তকাল অলিগলি দেখে।

inbound1759636820265734115.jpg

Pradip Bhattacharjee

Leave a Reply