১৮-০৩-২০২৩
কুমিল্লা,বাংলাদেশ।
প্রদীপ ভট্টাচার্য,
কবিতা-#হাসতে_হাসতে_যায়_কাঁদতে_কাঁদতে_যায়_/
নানা আবরণে নিজেকে লুকিয়ে
বলি সভ্যতা সভ্যতা।
অথচ তুমি আমার সুন্দরটুকু
প্রতিনিয়তঃ দেখতে পাও–
দেখতে চাও
আর আমি কাপড় পড়ে থাকি।
জানো সভ্যতার নাম এক চিলতে
সময়ের কাপড়,
অনর্গল মিথ্যের সলতে
রাত আর দিনের অভ্যন্তরে নিয়তঃ
রূপের পার্থক্য জ্বালায়।
যখন টেনে খুলে ফেলি চোখ খুলে
দেখ আমার রূপ,
কোমড় থেকে জঙ্ঘা,স্তনযুগল,চোখ,
মানে জন্ম
মানে বাঁচা
মানে আলো
কী বিস্ময় দেখ!
তবু বলে,বড় সাধ আমার
আরো একবার জন্মাতে।
হায় সভ্যতা !হাসতে হাসতে যায়
কাঁদতে কাঁদতে যায় অন্তরালে।
Pradip Bhattacharjee