বাঁচার উপায় নাইরে
মোঃ শামীম খান
মনে ভয়ভয় কিছু সংশয়
হয়তোবা জীবনের ইতি
অনিবার্য সেই নিদারুণ সত্য
ভেঙে দিবেই ধরাপ্রীতি ৷
কতনা আনন্দ উচ্ছ্বাসে আমি
জমিয়েছি আবেগের সুরে ,
মানবের তরে কত স্নেহভরা
কুড়িয়েছি ভালোবাসা ঘুরে ৷
আমিতো সেই মোহ কিছুতেই
ছাড়িতে চাহিনা কভু
কি নির্মম জগৎ নিয়ম
সকলেই মেনেছে তবুও৷
আমিও হয়ত অমর নয়ত
রহিতাম অক্ষত প্রাচীরে
সম্পদ দিয়ে প্রাণটারে নিয়ে
আরো কিছুদিন বাঁচিরে ৷
সেই সুযোগ নয় অভিযোগ
কাহারো প্রতি ক্রোধে ,
প্রাণের সম প্রাণ বিকিতো
আক্ষেপ রাগ শোধে ৷
তবেকি আমার উপায়টা আর
বাঁচার উপায় নাইরে ,
ছাড়বো স্বজন আস্থা ভাজন
পত্নী জননী ভাইরে ৷
মোঃ শামীম খান