কবিতা
শূণ্যের এপ্রান্ত ওপ্রান্তে
সাহেব মান্না
যদি একটিবার শূণ্যের দিকে তাকিয়ে দেখো
কিছু মেঘ পাবে ,তেজোময় আলো,
আর কিছু হারানো প্রেম ।
কোন এক স্বপ্নের জগতে ভেসে যেতে পারো,
দীর্ঘদিনের জমানো ব্যথিত হৃদয়ের ভার কমিয়ে ,
না পাওয়া সুখ কুড়িয়ে নিতে।
মহাশূণ্যের সাজানো রথগুলো
শুধুই চঞ্চল তোমার আগমনের অপেক্ষায়,
কোন এক প্রিয় বার্তা পেয়েছে যে তারা।
সূর্যের হাসি ,বাতাসের ঢেউ ,পালতোলা নৌকো ভেসে যায় খেলার ছলে এপ্রান্ত থেকে ওপ্রান্তে,
অপরূপ সৌন্দর্যে মুগ্ধ করেছে যেন কারো মন।
সাহেব মান্না