তোমার জন্মদিনে,
কবিবর, জানাই তোমায় প্রণাম,
আজ ২৫শে বৈশাখ
তোমায় মানি আমি মহান,
দাও তুমি অভয়
জানিয়ে যাও তুমি তাদেরই লোক,
তবু আমার সংশয়,
তুমি আমি আমরাও
আমাদের একটাই পরিচয়
আমরা যে নিখাদ ভদ্রলোক,
নই আমরা তাদের স্বজন
রেখে যাই নিজেদের
তাদের দুয়ার বাইরে,
দরাজ বন্ধ আমাদের
চর্চা করে যাই আপন স্বার্থ প্রতিক্ষণ,
পৌঁছতে পারিনি দুয়ারে তাদের
দারিদ্র দুর্ভিক্ষ অনাহার
দিনে দুপুরে লুঠের কারবার,
হতে পারিনি তাদের একজন
কথা ও কাজে রয়ে যায় ফাঁক
শত্রু দুয়ারে হানা দেয় বার বার,
লড়াইয়ের মাহেন্দ্রক্ষণে
আমরা যে হত বাক
পড়ে না তাদের মনে
পালিয়ে বেড়াই এধার ওধার,
ধরা দিই ঘুঘুর ফাঁদে।
আমরাতো পারিনি যেতে
ওদের মিলন মেলায়
জীবনের মোহনায়
যেখানে ওরা মুক্তির গান গায়;
ওদের দুয়ারে
আজও বিচারের বাণী
নীরবে নিভৃতে কেঁদে বেড়ায় l