কবি, হয়তো পরিচিতি পাবে একদিন
তোমাকে জানবে চিনবে অনেকে
তবে তুমি থাকবে না সেদিন।
যেমন সুকান্ত নজরুল
মানিক শিবনাথ জীবনানন্দ
বিদায় নিয়েছিল এ কূল সে কূল
জীবন কেটেছে ভূখা
পাঠকই বন্ধু তাদের
আর সবই সুখা।
আজ তুমি অপরিচিত অচেনা
তুমি থাক একান্ত অবহেলায়
কেউ তোমায় গ্রাহ্য করে না,
তুমি বাঁচ পাঠকের চেতনায়।
তোমার আজ নেই কোন পরিচয়
প্রকাশক গ্রাহ্য করে না তোমায়,
যখন তুমি থাকবে না
অথবা পড়ে আছ কোমায়
তোমার কবিতা বাজারের পণ্য
সে তোমায় চেনে না জানে না।
তোমার কবিতার বাজারে চাহিদা
সেটা তখন ব্যাপারীর পাওনা,
তোমার আজের ক্ষুধা
কালো ঘন মেঘ আকাশে
মেঘ হয়ে বর্ষায় তাদের সুধা
তোমার কবিতার সুবাস বাতাসে।