কৃপাণ মৈত্র
বার্ধক্যের বলিরেখা মাটিনিকানো দেওয়ালের গায়।
জীর্ণতার চিহ্ন সারা গায়।তবুও পড়েছে
গোবরপ্রলেপ চালের পিটুলি মাখা গিরিফল
আলপনা।উঠোনের শিউলি রেখে গেছে স্নেহছাপ।
বিচালিবিছানো ফুটোচাল থেকে
উঁকি মারে সোনালি রোদ আর রূপোলি চাঁদ।
কত কথা দিন ও রাত।ভাগ করা সুখদুখ কত কত মান অভিমান।
সময়ের জীর্ণতা অতীত
পেছনে ফেলে বতর্মান বহমান।কালের নিয়ম
এই শুধু বয়ে চলা সমুখের পানে জীর্ণতা ভেঙে
ফেলে সৃজন ,নতুনের কলেবর।