কবি নীতা কবি মুখার্জী Leave a Comment / কবি নীতা কবি মুখার্জী / January 12, 2019 January 12, 2019 / By sahitya patrika স্বপ্নের ফেরিওয়ালা. জীবনে স্বপ্ন আসে,স্বপ্ন যায় স্বপ্ন দেখ বন্ধু, স্বপ্ন দেখ] স্বপ্নের ফেরিওয়ালা হয়ে দেশে বিদেশে সোনা ফলাও। স্বপ্নেরা যদি ঘুরে ফিরে আসে বারে বারে ফিরায়ো না তাদের, অন্তরতমকে অন্তরের গভীরে সঞ্চিত করো। বলা তো যায় না বন্ধু তোমার স্বপনকে আলো দিতে গিয়ে বস্তির ঐ ন্যাংটো ছেলেটা আজ আকাশে উড়ছে পাইলট হয়ে, বলা তো যায় না বন্ধু তোমার স্বপনে হয়তো কাহারো সাধনা হয়েছে সত্যি, কেউ বা হয়েছে সত্যিকারের মানুষ, মান হুঁশ নিয়ে সেই বা হয়েছে মহান দেশের মহান নেত্রী, দেশমাতৃকা ধন্য হয়েছে তোমারই দেখা স্বপনেতে তাই বলি স্বপ্ন দেখ বন্ধু স্বপ্ন দেখ।